আজ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকারের পঞ্চম রাউন্ড: স্বাস্থ্যসাথী, রেশন কার্ড, জাতিগত শংসাপত্রের পর এবার ভিড় বিধবা ও ষাটোর্ধ্বদের পেনশন প্রকল্পে

শ্রীকান্ত ভূঁইঞ্যা:  আজ ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকারের পঞ্চম রাউন্ড, চলবে ৮ ফেব্রুয়ারি। এই কর্মসূচী প্রথমে চারটি রাউন্ডে করার কথা ঘোষনা করা হলেও পরে আরও এক রাউন্ড বাড়ানো হয়। চতুর্থ রাউন্ডের শেষেও বিভিন্ন সুযোগ সুবিধা চেয়ে প্রত্যেক ক্যাম্পে আবেদনকারীদের আবেদনের হার দেখেই এই কর্মসূচী আরও এক রাউন্ড বাড়ানো হয় বলেই মনে করা হচ্ছে। তবে ঘাটালের ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত  ভিড় ছিল স্বাস্থ্যসাথী কার্ডের লাউনে, পরে রেশন কার্ড ও জাতিগত শংসাপত্রের লাইনে বেশি ভিড় লক্ষ্য করা যায়। চতুর্থ রাউন্ডে সব থেকে বেশি আবেদন জমা পড়ে বিধবা ও ষাটোর্ধ্বদের  পেনশন প্রকল্পে। আবেদনের সংখ্যার নিরিখে মুখ্যমন্ত্রী সম্প্রতি বিধবা ও ষাটোর্ধ্বদের জন্য পেনশন ঘোষনাও করেছেন, তাই পঞ্চম রাউন্ডে এই পেনশন প্রকল্পেই আবেদন বেশি পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।