এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিদ্যুৎ না থাকায় পথ অবরোধ দাসপুরে

Published on: August 6, 2021 । 8:42 PM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ ঘাটাল: পথ অবরোধ এর মাধ্যমে প্রতিবাদ জানালো দাসপুর থানার নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের বালিপোতা গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, বিদ্যুৎ চাই।  আজ শুক্রবার বিকাল ৬ টা থেকে এলাকার বন্যা কবলিত মানুষেরা পথ অবরোধ শুরু করেন। অবরোধকারীরা জানান গত শুক্রবার থেকেই তাদের এলাকায় বন্যা সেই থেকেই বিদ্যুৎহীন তাঁদের এলাকা। খবর পেয়ে দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরবর্তী সময়ে পুলিশের আশ্বাসে এবং তৎক্ষনাত ইলেকট্রিকের কাজ শুরু হওয়ায় পথ অবরোধ তুলে দেয় গ্রামবাসীরা ।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad