এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ধান ঝাড়তে গিয়ে ইলেকট্রিক শক লেগে মর্মান্তিক মৃত্যু চন্দ্রকোণায়

Published on: May 24, 2022 । 9:59 AM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: ধান ঝাড়তে গিয়ে মৃত্যু হল এক কৃষকের, ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ক্ষীরপাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাশিগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে খবর মৃতের নাম রতন পাল বয়স ৪০ বছর। জানাযায় আজ মঙ্গলবারের সকালে রতন নিজের ধানের খামারে ইলেট্রিক চালিত ধান ঝাড়ার মেশিন ধান ঝাড়তে গিয়েছিল, সেই সময় বিদ্যুৎ চালিত ধান ছাড়ার মেশিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। খবর পেয়ে ক্ষীরপাই ফাঁড়ি পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধাএ করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]