ক্ষীরপাইয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

মোনালিসা বেরা:প্রতি বছরের   মতো এ বছরেও ক্ষীরপাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে এবং চৈতন্যপুর নেত্র নিরাময় নিকেতনের  সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল। আজ ১২ ডিসেম্বর ক্ষীরপাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানেই  এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এটি ছিল এই প্রতিষ্ঠানের  ১৯ তম চক্ষু পরীক্ষা শিবির। সকাল ন’টা   থেকে দুপুর সাড়ে বারোটা  পর্যন্ত চলে এই শিবির।  আজ এখানে   প্রায়  ১৫০ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এবং  ছানি অপারেশনের জন্য তাদের  চৈতন্যপুর নেত্র নিরাময় নিকেতন  নিয়ে যাওয়া হবে  বলে জানা গেছে। সেখান থেকে সম্পুর্ণ বিনামুল্যে ছানি অপারেশন এবং চশমা প্রদানের ও ব্যবস্থা করা হবে।  এবছর মহামারীর কারণে  এই   নিয়ে তিন দফায় প্রায় ৪০০ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ১০০জনের ও বেশি মানুষের  ছানি অপারেশন করা হল বলে জানিয়েছেন এই সেবা প্রতিষ্ঠানের  সাধারন সম্পাদক ক্ষীতেশ্বর বর্মন। তিনি বলেন, এলাকার গরিব এবং দুঃস্থ মানুষ যাতে সহজেই চক্ষু পরীক্ষার সুযোগ পায় সেই কারণেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়াও এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সারা বছর আরও অনেক সেবামূলক কাজকর্মও করা হয়ে থাকে।  তিনি আরো জানান, এই করোনা আবহে যথেষ্ট স্বাস্থ্য বিধি মেনে এবং যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। •ভিডিও

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।