এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মশা তাড়ানোর আগুনে পুড়ল তিনটি গোয়াল

Published on: March 10, 2023 । 8:15 AM

কৌশিক আদক, অতিথি সাংবাদিক, স্থানীয় সংবাদ, ঘাটাল: আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল তিনটি গোয়াল। ঝলসে গেল কয়েকটি গরুও। বৃহস্পতিবার রাতে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ঘাটাল শহরের ৯ নম্বর ওয়ার্ড পাঁচঘোড়ায়। জানা গিয়েছে ওই ওয়ার্ডের কাশীনাথ আদক, জগন্নাথ আদক এবং বিশ্বনাথ আদকের পাশাপাশি তিনটে গোয়াল ঘর ছিল। রাত ১ টা নাগাদ হঠাৎই আগুন লেগে যায়। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ হাত লাগানোর পাশাপাশি    পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী গিয়ে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি গোয়াল ঘর এবং গোয়ালের পাশে তিনটি খড়ের গাদা ছিল সেগুলিও পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়াল ঘরে প্রচণ্ড মশা থাকার কারণে একটি গোয়ালে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দেওয়া হয়। সেই ধোঁয়া থেকেই অগ্নিকাণ্ড হয় বলে জানা গিয়েছে। আগুন লাগার পর স্থানীয়রা তিনটি গোয়ালঘর থেকে গরুগুলি বার করে দেন। কিন্তু তার আগেই দুটি গরু আগুনে ঝলসে যায় বলে জানা গিয়েছে। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]