নাড়াজোলে বাড়িতে আগুন,পুড়ে ছাই সব!

ভয়াবহ অগ্নিকাণ্ড দাসপুর থানার নাড়াজোলে। দাসপুর পুলিশ ও দমকলের ১ টি ইঞ্জিন ভোরেই ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের চেষ্টায় আজ সোমবারের সকাল প্রায় ৬টা নাগাদ আগুন আয়ত্বে আসে। ঘটনা দাসপুর থানার নাড়াজোলের দুলাল চিত্রকরের বাড়ির। মনে করা হচ্ছে রবিবার গভীর রাতেই আগুন লাগে।

ভোর প্রায় সাড়ে ৪টা নাগাদ পাড়া প্রতিবেশীরা দেখেন দাউ দাউ করে জ্বলছে বাড়ি। খবর যায় দাসপুর পুলিশ ও দমকলে। ততক্ষণে পাড়া-প্রতিবেশীরা পুকুর থেকে জল তুলে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। বাড়ির মধ্যে থাকা গ্যাস সিলিণ্ডারটিকে পুকুরে ফেলা হয়। আজ সোমবার সকাল প্রায় ৬টা নাগাদ আগুন আয়ত্বে আসে। বাড়ি মালিক দুলাল চিত্রকর জানান,ওই বাড়িতে রাতে কেউ থাকতেই না।

তবে বাড়ির মধ্যে আসবাবপত্র,বই খাতার মত যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই। পাড়া প্রতিবেশীদের প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে ঘাটাল ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার স্বপন পাত্র বলেন,নাড়াজোলের দুলাল চিত্রকরের ওই বাড়িটি মূলত বৈঠকখানা ছিল,টিনের ছাউনি। তেমন বসবাস ছিল না। প্রাথমিকভাবে মনে হচ্ছে ভোর রাতে গ্যাসে চা বা কিছু গরম করতে গিয়ে গ্যাসের আগুন থেকেই অগ্নিকান্ড। তবে শর্টসার্কিটের ঘটনাও উড়িয়ে দেবার নয়। আমরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছি।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭