নদীতে ভেসে উঠেছে ঝাঁকে ঝাঁকে চিংড়ি, মাছ ধরার হিড়িক দাসপুরে

বাবলু মান্না:দাসপুরের কুল্টিকরী গ্রামে এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণ নদীতে আজ ২১ নভেম্বরের ভোর থেকে অর্ধমৃত অবস্থায় ঝাঁকে ঝাঁকে মাছ ভাসতে দেখে সেই মাছ ধরার জন্য গ্রামবাসীদের মধ্যে হিড়িক পড়ে যায়। ছাঁকনি জাল,হাতে করেই এক এক জন কেজির বেশি মাছ ধরেন। গ্রামবাসীরা জানাচ্ছেন এই ঘটনা বারেবারে ঘটতে দেখা গেছে, তাদের অভিযোগ নদীর মাছ ধরার উদেশ্যে রাতের অন্ধকারে কেউ বা কারা নদীতে বিষ প্রয়োগ করছেন।এর জেরে স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য হারাচ্ছে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।