ঝুমি নদীর জল হু-হু করে বাড়ছে, ঘাটালে প্লাবিত বহুগ্রাম

কুমারেশ চানক👆স্থানীয় সংবাদ•ঘাটাল[মো:96791 52380]:বিপদসীমার উপর দিয়ে বইছে ঘাটালের ঝুমি নদীর জল, প্লাবিত ঘাটালের দীর্ঘগ্রামের বিস্তীর্ণ এলাকা। গত কাল ১৭ জুলাইয়ের রাত থেকে ঝুমি সহ শিলাবতৌর জলস্তর পুনরায় দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। নদীবাঁধ টপকে জল ঢুকছে ঘাটালের দীর্ঘগ্রাম সহ পার্শবর্তী বেশ কয়েকটি গ্রামে। অনেক জায়গাতেই যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই মূহুর্তে অনেক বাড়িতেই জল ঢুকতে শুরু করেছে। কারো আশ্রয় হয়েছে বাড়ির ছাদ, আবার কেউ নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন। দীর্ঘাগ্রামের সুভাষ পান্ডিত সহ বেশ কয়েকটি বাড়ি জলের তলায়। ছাদের উপরে ত্রিপলের নিচে তাদের পরিবার, জলস্তর দ্রত গতিতে বেড়ে চলায় আতঙ্কে গোটা এলাকা। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাজি জানিয়েছেন, সমস্ত পরিস্থতির উপর নজর রাখা হয়েছে, জলমগ্নদের নিরাপদ স্থানের স্থানান্তর করা ব্যবস্থা করা হয়েছে। মনশুকার লোহার ব্রিজের উপর দিয়েও বইছে ভয়ঙ্কর স্রোত। •ভিডিও:https://youtu.be/9glL3x9ZZi4

মন্দিরা মাজি: •‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015