মহকুমা শাসকের উদ্যোগে আদিবাসীদের চাল-ডাল প্রদান

তৃপ্তি পাল কর্মকার: লক ডাউন পরিস্থিতিতে আবার ঘাটাল মহকুমার মহকুমা শাসক অসীম পালের মানবিক মুখ দেখা গেল। মহকুমা শাসক ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে ঘাটাল মহকুমার ১১০০টি আদিবাসী পরিবারের হাতে চাল, আলু, ডাল, সোয়াবিন এবং সরিষার তেল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। এই মহকুমার আদিবাসী সম্প্রদায়ের ৯৮ শতাংশ পরিবার শ্রমনির্ভর। অন্যের বাড়িতে না কাজে গেলে অন্নের সংস্থান হয় না। কিন্তু এই লকডাউন পরিস্থিতিতে সবাই গৃহবন্দি। কাজের কোনও সুযোগ নেই। অধিকাংশ আদিবাসী পরিবারেই শুকনো শষ্য মজুত নেই।  সেই পরিস্থিতিতে ঘাটালের মহকুমা শাসক বাড়ি বাড়ি চাল, আলু, ডাল, সোয়াবিন এবং সরিষার তেল পৌঁছে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন।
মহকুমা শাসক জানিয়েছেন, মহকুমার মোট ১১০০ পরিবারকে ওই সমস্ত সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ১১০০ পরিবারের মধ্যে রয়েছে ঘাটাল ব্লকের ২৫০, চন্দ্রকোণা-১ ব্লকের ৩৭০, চন্দ্রকোণা-২ ব্লকের ৩৫০ এবং দাসপুর-১ ব্লকের ১৩০টি পরিবার রয়েছে। ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের আধিকারিক এবং সংশ্লিষ্ট ব্লক স্তরের কর্মীরা এলাকায় গিয়ে প্যাকেটগুলি তুলে দেওয়ার ব্যবস্থা করছেন।  প্রত্যেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। আজ ৭এপ্রিল ঘাটাল ব্লকে শুরু হয়েছে। আগামী কাল বাকী ব্লকগুলিতে হবে।
প্রসঙ্গত, ওই সমস্ত খাদ্য সামগ্রী সরকারি তহবিল থেকে দেওয়া হয়নি। আদিবাসীদের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে মহকুমা শাসক বেশ কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার সবিনয় অনুরোধ করেছিলেন। তারই ভিত্তিতে মহকুমা শাসকের অনুরোধে করোনা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঘাটালের উৎপল দাস, চন্দ্রকোণা-১, ঘাটাল ও দাসপুর-১ ব্লকের হিমঘরের মালিকেরা, কোলকাতার দামোদর আগরওয়াল ও সুভাষ মল্লিক, কোলকাতা মধ্যমগ্রামের তিরুপতি এগ্রো সিড ডিস্ট্রিবিউটটরস প্রাইভেট লিমিটেড। মহকুমা শাসকের এই মানবিক মুখ দেখে অভিভূত ঘাটাল মহকুমার বাসিন্দারা।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad