রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ: হোটেলে রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে হোটেলের মালিক সহ তিনজন গুরুতর জখম হল। ১৯ অক্টোবর বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ঘাটালের কুশপাতা বাসস্টপ সংলগ্ন এলাকায়। সফটফুড রেস্টুরেন্ট নামে ওই হোটেলে ঘটনাটি ঘটার পরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হোটেলের মালিকের নাম গৌতম মহাপাত্র। জানা যায়, হোটেলে রান্নার সময় মালিক সহ দুই কর্মচারী গুরুতর জখম হন। তিনজনকে প্রথমে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সঙ্গে সঙ্গে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দমকল বাহিনী গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করে।[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
ঘাটালের কুশপাতায় হোটেলে গ্যাস সিলিন্ডার ফেটে পুরো ঝলসে গেলেন ৩ জন
Published on: October 19, 2022 । 9:41 AM





