জলে ডুবেছে ঘর,অসহায় শিশুদের নিয়ে আশ্রয় প্রাথমিক বিদ্যালয়ে

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, বীরসিংহ: আজ ৪ আগষ্ট বেলা ৩টে নাগাদ ঘাটালের বিধায়ক শীতল কপাট বীরসিংহ গ্রাম পঞ্চায়েত এলাকার গোপীনাথপুর গ্রামে এসে পৌঁছন।গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন ১৬টি পরিবারের শতাধিক ব্যাক্তি। জল নেমে গেলেও মাটির বাড়িগুলি বসবাসের অযোগ্য হয়ে পড়ায় কবে বাড়ি ফিরবেন তাই নিয়ে দুশ্চিন্তায় এই অসহায় মানুষগুলি।ছোট ছোট শিশুদের নিয়ে পড়েছন মহাফাঁপরে।অসহায় শিশুদের মুখে তুলে দেওয়ার মত কিছুই নেই মায়েদের হাতে।আলুভাতে ভাত খেয়েই দিন কাটছে তাদের।গতকাল পর্যন্ত পাশের গ্রাম সিংপুরের কিছু মানুষ তাদের খাবার দিয়েছিলেন।সাহায্য বলতে এটুকুই। না মেলেনি কোন সরকারি সাহায্য, না ত্রিপল না ত্রানসামগ্রী-শিশুখাদ্য তো দুরের কথা।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।