‘স্থানীয় সংবাদ’ এবার গুগল নিউজেও

সৌমেন মিশ্র:স্থানীয় সংবাদ’-এর নিউজপোর্টাল www.ghatal.net-এর সমস্ত খবর এবার থেকে গুগল নিউজে পাওয়া যাবে। আমাদের পোর্টালের প্রকাশিত খবরের গুণগত মান বিচার করে বিশ্বখ্যাত সংস্থা গুগল তাদের নিউজ পোর্টালে আমাদের সমস্ত খবরের লিঙ্ক দিচ্ছে।
আমরা সাংবাদিকতার নিয়ম মেনেই খবর প্রকাশ করি। জন্ম লগ্ন থেকেই ‘স্থানীয় সংবাদ’-এর শক্তপোক্ত একটা মেরুদণ্ড রয়েছে। সেজন্য বয়স কম হলেও ‘স্থানীয় সংবাদ’ গোড়া থেকেই অপ্রতিদ্বন্দ্বী ছিল। এখন আমরা যে ঈর্ষারও ঊর্ধ্বে—গুগল নিউজে স্থান করে নেওয়াটা সেটাই প্রমাণ করল।
কীভাবে পাওয়া যাবে? প্লেস্টোর থেকে গুগল নিউজ অ্যাপটি মোবাইলে ইন্সটল করতে হবে। তারপর বাংলা ভাষা চয়েস করে সার্চে ghatal.net বা ‘স্থানীয় সংবাদ’ সার্চ করলেই আমাদের পোর্টালের সমস্ত খবরগুলি পর্যায়ক্রমে দেখতে পাওয়া যাবে।
‘স্থানীয় সংবাদ’-এর এই হার্ড কপি বা ই-কপির সার্কুলেশনের কথা ছেড়েই দিলাম। ‘স্থানীয় সংবাদ’ গ্রুপের খবর পাওয়ার জন্য দু’লক্ষ ২০ হাজার মানুষ আমাদের ইউটিউবের গ্রাহক হয়ে রয়েছেন। আমাদের MyGhatal মোবাইল অ্যাপটি পাঁচ হাজারের বেশি মোবাইলে ইন্সটল করা রয়েছে। আর www.ghatal.net প্রত্যেক দিন কমপক্ষে ২৫ হাজার মানুষ দেখেন। ঘাটাল মহকুমার মধ্যে জন্ম নেওয়া একটি সংবাদপত্রের আর কী চাই?

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad