লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া অভুক্ত শ্রমিকদের পাশে নেই ঘাটাল-চন্দ্রকোণার বিধায়করা?এগিয়ে এলেন সূর্যকান্ত মিশ্র

বিভিন্ন বিধায়ক নেতা মন্ত্রীদের সাথে যোগাযোগ করেও সাহায্যটুকুও পেলেন না কাজের তাগিদে ভিন রাজ্যে যাওয়া ঘাটালের কিছু শ্রমিক। তাঁদের অভিযোগ লকডাউনে আটকে পড়ে তারা তীব্র খাদ্য খাদ্য সঙ্কটে ছিলেন। এমতাবস্থায় ঘাটাল,দাসপুর চন্দ্রকোণা সমস্ত এলাকার বিধায়কদের সাথেই ফোনে যোগাযোগ করে সাহায্য প্রার্থনা করেন। কিন্তু তাঁদের থেকে কোনো সাহায্যই মেলেনি।

পরে অবশ্য সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের হস্তক্ষেপে তাঁদের খাদ্যের সমস্যার সমাধান হয়েছে। এ প্রসঙ্গে সি আই টি ইউ এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আসাদুল্লাহ গায়েন জানান, চরম খাদ্য সঙ্গটে মধ্যে আছেন এই মর্মে ঘাটাল ও ঘাটাল পার্শ্ববর্তী এলাকার কিছু পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোর থেকে সূর্যবাবু মারফৎ তাঁদের রাজ্য পরিযায়ী শ্রমিক সংগঠনের সাথে সরাসরি যোগাযোগ করে সাহায্যের আবেদন করলে তাঁরা ওই সমস্ত শ্রমিকদের খাদ্য সরবরাহের ব্যবস্থা করেছেন।

এ বিষয়ে ওই সমস্ত শ্রমিকরা নিজেদের ক্ষোভ উগরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন। দেখুন সে ভিডিও…

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।