পুলিশের উদ্যোগে রান্নাকরা খাবার পাচ্ছেন ঘাটালের বন্যাদুর্গত বহু মানুষ

আকাশ দোলই: স্থানীয় সংবাদ, ঘাটাল:  জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। রুজি রোজগার বন্ধ অসহায় বহু মানুষের। বাড়ির মধ্যে জল ঢুকে যাওয়ায় অনেকে আশ্রয় নিয়েছেন রাস্তার দুই পাশে। এই পরিস্থিতিতে বন্যাকবলিত ঘাটালের বহু মানুষের হাতে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন ঘাটাল পুলিশ। ঘাটাল থানার পক্ষ থেকে চালু করা হয়েছে কমিউনিটি কিচেন ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে গাড়িতে করে রান্না করা খাবার পৌঁছে যাচ্ছে অসহায় মানুষদের কাছে। গতরাতে ঘাটাল থানার অজবনগর ও রথিপুর এলাকার প্রায় তিন শতাধিক মানুষকে খাবার দিলেন পুলিশ। ঘাটাল পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।