করোনা: ঘাটাল থানার পুলিশের মানবিক মুখ

সুইটি রায়: সারা দেশের লকডাউন পরিস্থিতিতে ঘাটাল থানার পুলিশের মানবিক রূপ দেখা গেল। লকডাউন পরিস্থিত মোকাবিলা করার জন্য দেশের অধিকাংশ পরিবারই ২১ দিনের খাবার মজুত করে রেখেছে। কিন্তু যাদের কোনও বাড়িই নেই, রাস্তাই যাদের কাছে ঘর, তাদের কথা আমরা কজন ভেবেছি? আজ ঘাটাল থানার পুলিশের উদ্যোগে এই সমস্ত গৃহহীন মানুষদের জন্য হোটেল থেকে আনানো খাবার তুলে দেওয়া হল। শুধু তাই নয় স্বাস্থ্যবিধি মেনে রীতিমতো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইয়ে, পরিষ্কার- পরিচ্ছন্ন জায়গায় তাদের খাওয়ানোর ব্যবস্থা করল ঘাটাল থানার পুলিশ।কলেজমোড়,সেন্ট্রাল বাস স্ট্যান্ড সহ ঘাটালের আরও বেশ কয়েকটি জায়গায় আজ এই কর্মকাণ্ড চলেছে। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, যতদিন এই লকডাউন পরিস্থিতি চলবে তারা এই ভবঘুরেদের দুবেলা খাবার দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে। পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি ঘাটাল মহকুমার বাসিন্দারা।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad