এখনও অনিশ্চয়তার মধ্যে ‘ঘাটাল উৎসব ও শিশুমেলা-২০২১’

সুইটি রায়: ঘাটালবাসীর আবেগ শিশুমেলার এবছরের ভবিষ্যৎ এখনো হাইকোর্টের হাতে। করোনাকালীন পরিস্থিতিতে এবছর মেলা বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন মেলা কমিটির স্মরণিকা সম্পাদক দিবাকর সী  সহ  আরও কয়েক জন। তাঁদের দাবি ছিল মেলার ফলে করোনার সংক্রমণ বাড়তে পারে তাই এই বছরের মেলা বন্ধ করা হোক। ২০২০ এর ২০ ডিসেম্বর ওই মামলাটি দায়ের করা হয়েছিল। তাঁরা মূলত মামলাটি করেছিলেন অ্যাডমিনিস্ট্রেশনের বিরূদ্ধে। কলকাতা হাইকোর্টের এক আইনজীবী সূত্রে জানা গিয়েছে, ৬ জানুয়ারি এই মামলা সম্পর্কিত একটি অস্থায়ী আদেশে হাইকোর্ট জানিয়েছে শুধু অ্যাডমিনিস্ট্রেশন নয় এখানে মেলা কমিটিকেও কেসের পার্টি করতে হবে। এছাড়াও জেলা শাসক এবং মেলা কমিটিকে এফিডেভিট দিয়ে জানাতে হবে যে করোনা পরিস্থিতিকে সামনে রেখে মেলার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি এই মামলার শুনানি হতে পারে। আর তখনই জানা যাবে এই বছরের মেলার ভবিষ্যত। যদিও ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গেছে মেলাপ্রাঙ্গণের অধিকাংশ দোকানদানির প্যান্ডেল বাঁধার কাজ। তবুও ১১ তারিখ হাইকোর্টের শুনানির ওপরই নির্ভর করছে সবকিছু।

সুইটি রায়: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: ss.ghatal@gmail.com