এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে ঘাটালের শিল্পী স্থান করে নিলেন

Published on: October 3, 2020 । 8:37 PM

অরুণাভ বেরা: মাত্র ৩৯ টাকায় ৯০ মিনিট গঙ্গা নদী বক্ষে সুসজ্জিত ভেসেল তথা বড় নৌকায় ভ্রমণ করতে রাজ্য পরিবহণ দপ্তরের উদ্যোগে তৈরি হয়েছে ‘কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ’। যার উদ্বোধন গত ১ অক্টোবর হাওড়াতে হয়েছে। ভেসেলে শোভা পেয়েছে চোখ জুড়ানো শিল্প। আর এই শিল্পের সাথে জড়িয়ে আছে ঘাটালের শিল্পী মিলন কুইল্যার নাম। মিলনবাবুর আর্ট স্কুলের এবং কলকাতার কয়েকজন শিল্পী ওই ভেসেলে শিল্পরূপ ফুটিয়েছেন।একসপ্তাহ দিন-রাত এক করে ভেসেলে কাজ করেছেন বলে জানালেন মিলনবাবু। ভেসেলটির ইনডোর এবং আউটডোর সাজানো হয়েছে টেরাকোটা, জুট এবং বেতের সাহায্যে। ফুটিয়ে তোলা হয়েছে শিল্পীর তুলির টানে বাংলার লোকশিল্প। এই শিল্প ধারাকে বলা হয় ‘ওয়ারলি পেইন্টিং’। ভেসেলে ক্যাফে, সেলফি জোন, বিনোদনের জায়গা আছে। পরিবহন দপ্তরের এক আধিকারিক মিলনবাবুর সাথে যোগাযোগ করেন। এরপর মিলনবাবু কাজ শুরু করেন। এই গুরুত্বপূর্ণ শিল্প কর্মের সাথে মিলনবাবু যুক্ত হতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]