চাকুরিপ্রার্থীদের স্বেচ্ছামৃত্যুর আবেদন! চাকুরির দাবিতে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে রাজ্যজুড়ে টেটপাস প্রার্থীদের গণটুইট কর্মসূচি

ফেস্টুন হাতে চাকরিপ্রার্থীদের সঙ্গে তাঁদের পরিবার

অদ্বৈত্য রানা: ‘চাকরি দিন, নইলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিন’— গতকাল রাজ্যজুড়ে দিনভর সোস্যাল মিডিয়ায় এই ট্রেন্ড ভাইরাল হয়ে উঠল। রাজ্যজুড়ে টেট প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের চাকরির দাবিতে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে গণটুইট করল শিক্ষক পদপ্রার্থীরা।নবান্নে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দরবারে  এই আবেদন পৌঁছে দিতে ‘২০১৪ প্রাইমারি টেটপাস প্রশিক্ষিত নট ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চের’ উদ্যোগে  মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে গণ টুইট করলেন চাকরি না পাওয়া প্রশিক্ষিত পদপ্রার্থীরা। ৩ জুলাই শনিবার সারাদিন ধরে এনিয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়– দিদি আমাদের বাঁচান, আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন। এই মঞ্চের সভাপতি অচিন্ত্য ধাড়া বলেন, আমরা ২০১৪ সাল থেকে টেট পাস করে বসে আছি। আমরা কেউ বিএড কেউ ডিএড টিচার্স ট্রেনিং কমপ্লিট করেছি। কিন্তু দীর্ঘ সাত বছর কেটে গেলেও সরকার এখনও আমাদের নিয়োগ দেয়নি। চাকরি পাবার সব রকম যোগ্যতা থাকা সত্বেও আমরা বঞ্চিত। আমাদের চাকরির বয়সের সময়সীমা শেষের দিকে। ইতিপূর্বে আমরা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠি, ইমেইল, ফেসবুক কমেন্টস করেও তাঁদের দেওয়া প্রতিশ্রুতি পূরণের কথা তুলে ধরেছি।
প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালের ১১ নভেম্বর নবান্নে প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছিলেন, প্রাইমারিতে ২০১৪ সালের প্রায় ২০ হাজার প্রশিক্ষিত টেটপাস চাকরিপ্রার্থী রয়েছেন, তা থেকে ১৬ হাজার ৫০০ জনকে খুব তাড়াতাড়ি  ফেব্রুয়ারি মাসের মধ্যেই নিয়োগ করা হবে এবং বাকি প্রার্থীদেরও ধাপে ধাপে নিয়োগ করে দেওয়ায় আশ্বাস দেন। অচিন্ত্যবাবু বলেন, মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে, ২০১৪ সালের আমরা ২০ হাজার প্রশিক্ষিত টেটপাস চাকরিপ্রার্থী ও তাদের পরিবার আশার আলো দেখেছিলাম।সময়মতো ইন্টারভিউ হয়ে রেজাল্ট ও বেরোয়।কিন্তু আজ ছয়-সাত মাস কেটে গেলেও অধিকাংশ প্রার্থী নট ইনক্লুড তালিকায় আছে। আমরা চিন্তাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছি। তিনি এটাও বলেন  আমাদের আবেদন, বাংলার ভোট-পর্ব সম্পন্ন হয়েছে, কোভিড পরিস্হিতি ও অনেকটা নিয়ন্ত্রণে, এবার মুখ্যমন্ত্রী ওনার প্রতিশ্রুতি মত ২০১৪ সালের প্রাইমারি টেটপাস প্রশিক্ষিত যে সকল প্রার্থী নট ইনক্লুডেড তালিকায় পড়ে আছেন তাদের এবছর পুজোর আগেই ইনক্লড করে যেন আমাদের আবেদনে দয়ার দৃষ্টিপাত করেন এবং শীঘ্রই আমাদের নিয়োগ করার সুব্যবস্থা করে বেকার যন্ত্রণা থেকে মুক্তি দেন। উল্লেখ্য, এদিনের কর্মসূচিতে ওই মঞ্চের প্রায় আট হাজার প্রার্থী অংশগ্রহণ করেন।

রবীন্দ্র কর্মকার: ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177