দাসপুরে গোল্ডহাব তৈরি নিয়ে আজ জরুরি বৈঠক হল

তৃপ্তি পাল কর্মকার, সম্পাদক, স্থানীয় সংবাদ: দাসপুরে  একট বড়সড় গোল্ড হাব তৈরির জন্য জোর কদমে প্রশাসনিক তৎপরতা তৈরি হয়েছে। আজ ১৯ জুলাই (২০২১) এনিয়ে একটি জরুরি মিটিং হল দাসপুর-২ ব্লক অফিসে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, আজকের জেলা শাসক ড. রশ্মি কমলের সঙ্গে দাসপরের প্রস্তাবিত গোল্ড হাব নিয়ে একটি ভিডিও কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, উদ্যোগপতি, ব্লক ও পৌরসভা থেকে স্বর্ণ শিল্পীরা উপস্থিত ছিলেন। অজকের এই মিটিঙে গোল্ডহাব

নিয়ে সবারই মতামতও নেওয়া হয়।
ঘাটাল মহকুমার বেশ কয়েক হাজার যুবক সোনার কাজের জন্য কলকাতা, দিল্লি, মুম্বই, আহমেদাবাদ, পুনে, চেন্নাই সহ দেশের বিভিন্ন জায়গায় রয়েছেন। বাইরে কাজ করতে গিয়ে তাঁদের নানা রকম সমস্যায় পড়তে হয়। সেজন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে এই গোল্ডহাবটি তৈরি করা হবে বলে দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহকারী সভপতি আশিস হুদাইত জানান। তিনি বলেন,দাসপুর-২ ব্লকের ফরিদপুরে প্রায় দু’একর জায়গার উপর ওই হাবটি তৈরি হবে। যেখানে প্রায় হাজার দুই স্বর্ণ শিল্পী কাজ করার সুযোগ পাবেন। দেশ বিদেশের স্বর্ণ ব্যবসায়ীরা ওখানেই কাঁচা মাল সরবরাহ করবেন এবং  ওখান থেকেই উন্নত প্রযুক্তির দ্বারা তৈরি সোনার গয়না পারিশ্রমিক দিয়ে নিয়ে চলে যাবেন।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad