প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অভিনব উদ্যোগ

করোনা পরিস্থিতে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলেন দাসপুরের শিক্ষক শিক্ষিকারা। শুধু তাই নয় এলাকার দুঃস্থ ছাত্র ছাত্রীদের পড়াশুনা অব্যাহত রাখতে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল বই,খাতা,পেনের মতো পঠন পাঠন সামগ্রীও। বৃহস্পতিবার দাসপুর ১ ব্লকের লঙ্কাগড় কমিউনিটি হলে প্রাথমিক শিক্ষক সঙ্গগঠন ABPTA এর তরফে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিক্ষক নেতা বিকাশ প্রামাণিক জানান,এই রক্তদান শিবিরের সূচনা পর্বে এলাকার প্রায় ৫০ জন ছাত্র ছাত্রীর হাতে পঠন পাঠন সামগ্রী তাঁরা তুলে দিয়েছেন। এদিনের রক্ত দান শিবিরে মোট ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদাতাদের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এলাকাবাসীরাও ছিলেন।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭