এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে গোয়াল ঘরে আগুন ধরানোর অভিযোগ, ২টি গরুর মৃত্যু

Published on: March 17, 2020 । 8:51 AM

আশিস দে: গত রাত তথা ১৬ মার্চের রাতে ঘাটাল শহরের এক ব্যক্তির গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। গোয়ালঘরটিতে আগুন লাগিয়ে দেওয়ার ফলে গোয়ালঘরটি পুরো পুড়ে ছাই হয়ে যায়। দুটি গরুও পুড়ে মারা যায় একটি বাছুর আংশিক অগ্নি দগ্ধ হয়। মৃত দুটি গরুর একটি গাভিন(আসন্নপ্রসবা ছিল) ছিল। যাঁর গোয়াল তাঁর নাম লালু মণ্ডল। লালুবাবু বলেন, রাত ১২টা নাগাদ ঘটনাটি জানতে পারি। আমি গোয়ালে কোনও ধোঁয়াও দিই না। তাই সেই ধোঁয়ার আগুন থেকে সম্ভাবনাও নেই। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগিয়ে দিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad