এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গুনধর নাতির হাতে মৃত্যু ঠাকুমার,ঘটনায় তীব্র চাঞ্চল্য ক্ষীরপাইয়ের বামুনপুকুর এলাকায়

Published on: December 2, 2022 । 10:32 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: গুনধর নাতির এক চড়ে মৃত্যু হল ঠাকুমার। আজ ২ ডিসেম্বর শুক্রবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে চন্দ্রকোণা থানার ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বামুনপুকুর এলাকায়। মৃত ঠাকুমার নাম মালতী দাস, আর গুনধর নাতির নাম রিন্টু দাস।

মৃত বৃদ্ধার চার ছেলে, ভরা সংসার কিন্তু ছেলেরা কেউ দেখতো না। উল্টে প্রতিনিয়ত মারধর করতো বলে জানাগেছে। তাই ওই বৃদ্ধা একাই একটি চালাঘরে বসবাস করতো এমনকি নিজে কাজ করে পেট চালাতেন। মৃত মালতি দাসের ছেলে ও নাতিরা প্রায় অত্যাচার চালাতো বলে অভিযোগ।আজ বিকেল নাগাদ মৃত বৃদ্ধার বড় ছেলের ছেলে তথা অভিযুক্ত নাতি রিন্টু দাস চড়াও হয় তার ঠাকুমা মালতী দাসের উপর,এমনকি বেধড়ক মারধর করা হয় আর তারপরই মৃত্যু হয় ঠাকুমা মালতী দাসের। ঘটনা জানজানি হতেই পাড়া-প্রতিবেশীরা ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত গুণধর নাতিকে পুলিশে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।ঘটনায় অবশ্য গুণধর নাতি ক্যামেরার সামনে স্বীকার করে নেয় যে মদ্যপ অবস্থায় রাগের মাথায় ঠাকুমাকে চড় মেরে ফেলায় এই ঘটনা।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]