এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

শিশুর কান্না, ট্রেন চলার শব্দ, পাখির ডাক, বিড়ালের ঝগড়া, ডলফিনের আওয়াজ সহ নানান শব্দ একজনেরই কণ্ঠে

Published on: August 29, 2020 । 8:04 AM

মনসারাম কর ও সঙ্গীতা ঘোড়ই : স্থানীয় সংবাদের পর্দায় উঠে এল ঘাটালের হরবোলা শিল্পী তাপস দালালের অসাধারণ এক প্রতিভার দিক। শিল্পচর্চার মাধ্যমে তিনি তাঁর কণ্ঠে শিশুর কান্না থেকে শুরু করে ট্রেন চলার শব্দ, আমফান ঝড়, ডলফিনের আওয়াজ, বিড়ালের ঝগড়া সহ প্রায় চল্লিশ ধরণের শব্দ  করতে পারেন। একাধারে তিনি যেমন হরবোলা শিল্পী অন্যদিকে গান, নাট্যচর্চা, আধুনিক নৃত্য ছাড়াও নানান বিষয়ের উপর তাঁর প্রতিভা রয়েছে। ৭৩ বছর বয়সেও নাচের মাধ্যমে ঘাটাল শিশুমেলার  মঞ্চ কাঁপাতে দেখা গেছে তাঁকে। স্থানীয় সংবাদের বিশেষ স্বাক্ষাৎকারের মাধ্যমে  শিল্পী তাপসবাবুর নানান হরবোলা শব্দ শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন… ভিডিও

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।