‘নিয়মবিরুদ্ধভাবে‘ নিয়োগ: দাসপুরের ১টি স্কুলের কর্মী সহ রাজ্যের ২৫ জনের চাকরি গেল

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: নিয়ম বিরুদ্ধ ভাবে নিয়োগের অভিযোগে  দাসপুরের এক জন সহ  সারা রাজ্যে ২৫ জনের চাকরি গেল। শিক্ষা দপ্তর অবিলম্বে তাদের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।  স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ২০১৯ সালে প্যানেলের বাইরে থেকেও বেশ কয়েকজন গ্রুপডিকে নিয়োগ করার অভিযোগ উঠেছিল। এনিয়ে আদালতে মামলাও হয়। সেই মামলার রায়ের প্রেক্ষিতে আপতত ২৫ জনের চাকরি গেল। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের বরুণা সৎসঙ্গ হাইস্কুলের এক গ্রুপডি কর্মী রয়েছেন। তার নাম সৈকত সামন্ত। বাড়ি হাওড়া জেলার শ্যামপুরে। এছাড়াও এই জেলার অযোধ্যানগর জুনিয়ার হাইস্কুলের গ্রুপডি সৌরভ ভৌমিক রয়েছেন। একই ভাবে পূর্ব মেদিনীপুর জেলার সাতটি স্কুলের একজন করে গ্রুপডি, হাওড়া জেলার ১০টি স্কুল, মালদার একটি স্কুল, উত্তর দিনাজপুরের একটি স্কুল, দক্ষিণ ২৪ পরগণার একটি স্কুলের এক জন গ্রুপডি রয়েছেন।

 

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।