নিজস্ব সংবাদদাতা: গোপীগঞ্জে দুই মুসলিম ভাইদের দেওয়া জায়গার ওপর হিন্দুদের শ্মশান চুল্লি তৈরির কাজ শুরু হল ১৪ ফেব্রুয়ারি।গোপীগঞ্জের বাসিন্দা, শিক্ষক অনিরুদ্ধ আলাম জানান, রূপনারায়ণ নদের তীরে এই শ্মশান চুল্লি তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন দুই সম্প্রদায়ের মানুষজন। শ্মশান চুল্লি তৈরির উদ্ধোধন হয় পঞ্চায়েত সদস্য একবাল কাদেরের হাত ধরে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://www.ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











