কয়েক শ’ মৌমাছির আক্রমণে ঘাটাল অসুস্থ ৮

কুমারেশ চানক: আজ ২০ জানুয়ারি মৌমাছির আক্রমণে অসুস্থ হল ঘাটালের দন্দীপুরের এক পরিবারের আট জন। ওই পরিবারের সদস্য কাশীনাথ আদক জানান, আজ ২০ জানুয়ারি সকালে তাঁরা পরিবারের প্রায় ৯-১০ জন সদস্য মিলে বাড়ির সামনের ক্ষেতে সরষে তোলার কাজ করছিলেন। সাথে ছিল বাড়ির এক ৯ বছরের ছেলেও। হঠাৎই চারদিক থেকে কয়েকশ মৌমাছি তাঁদের আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই টের পান শরীরে অসহ্য যন্ত্রণা। কিছু জন যন্ত্রণাতে মাটিতে গড়াগড়ি দিতে থাকেন। সামনের পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণরক্ষা করতে গিয়েও লাভ হয়নি কোনো। শেষ পর্যন্ত জল ছিটিয়ে ও আগুন জ্বালিয়ে ও ধোঁওয়া দিয়ে তাড়ানো যায় মৌমাছির ঝাঁককে। সবথেকে বেশি আহত হয়েছেন ওই পরিবারেরই প্রতিমা আদক নামে এক মহিলা। হাজার খানেক মৌমাছির হুলে আহত হয়ে বর্তমানে তিনি ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সবাইই কম বেশি আহত হয়েছেন।  

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।