এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের

Published on: April 28, 2023 । 10:31 AM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের।২৮ এপ্রিল শুক্রবার দাসপুর-২ ব্লকের বিষ্ণুপুর তালন্দিময়ী ৩৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও স্থানীয় মানুষজন।অভিযোগ দীর্ঘদিন ধরে ওই ICDS এর বেহাল দশা, জায়গায় এডবেস্টরের চাল ফুটো,বর্ষার সময় সেখান দিয়ে জল প্রবেশ করে।এলাকায় পানীয় জলের ব্যবস্থা নেই। তার মধ্যেই চলে শিশুদের শিক্ষাদান।শিশুদের খাবারের মান নিয়েও অভিযোগ রয়েছে।এককথায় পরিকাঠামো ভেঙে পড়েছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।শিশু পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা। দীর্ঘদিন ধরে প্রশাসনে জানিও কোন সুরাহা মেলেনি। এমনই একাধিক দাবিতে শুক্রবার ওই আইসিডিএসে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এনিয়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি শ্রাবন্তী চাকি বলেন, আমাদের কেন্দ্রে কিছু সমস্যা রয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।