এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমার আই.সি.ডি.এস-এর নিয়োগ এই সপ্তাহেই

Published on: July 13, 2020 । 9:50 AM

নিজস্ব সংবাদদাতা: আর ৪-৫ দিনের মধ্যেই ঘাটাল মহকুমার দাসপুর-১, দাসপুর-২ এবং ঘাটাল ব্লকের আই.সি.ডি.এস-এর কর্মী ও সহায়িকা পদে নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে। লকডাউনের আগে ওই পদগুলির জন্য ইন্টারভিউ নেওয়া হয় কিন্তু তারপরই কিছু জটিলতা তৈরি হওয়ার জন্য নিয়োগপত্র ইস্যু করা বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেই জটিলতাগুলি বর্তমানে আর নেই। এই জুলাই মাসের ২০ তারিখের মধ্যেই দুটি পদে নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।