মারণ ভাইরাসের মোকাবিলায় দাসপুরের চেঁচুয়াতে করোনা নিধন যজ্ঞ

সুইটি রায়: সারা বিশ্বের আতঙ্ক করোনা ভাইরাস থেকে মুক্তিলাভের উদ্দেশ্য আজ দাসপুরের চেঁচুয়া গোবিন্দনগরে মহা সমারোহে অনুষ্ঠিত হল করোনা নিধন যজ্ঞ। ওই গ্রামের বাসিন্দা জ্যোতিষ মহামহোপাধ্যায় বিশ্বজিৎ চক্রবর্তীর উদ্যোগে ৮ জন পুরোহিত নিয়ে এই যজ্ঞ সম্পন্ন হয়। তিনি ছাড়াও তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্য এখানে উপস্থিত ছিলেন। বিশ্বজিৎ বাবু এ বিষয়ে বলেন, জ্যোতিষশাস্ত্র ভৃগুসংহিতা ও নারদ সংহিতাতে একথা লেখা আছে যে একবিংশ শতাব্দীতে সারা পৃথিবী এক মারণ ভাইরাসের সংক্রমণের সম্মুখীন হবে। এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্যই তিনি বিশ্বেশ্বরীদেবীর উদ্দেশ্যে এই কর্মকাণ্ড করেন বলে জানা গেছে। এই যজ্ঞের মাধ্যমে করোনার জীবাণু ধ্বংস হবে বলে তিনি মনে করেন।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad