এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

প্রাক্তন ছাত্রের হাত ধরে শিক্ষার প্রসারে নতুন জোয়ার ইড়পালায়: ২০ লক্ষ টাকার ট্রাস্ট থেকে কৃতিদের পুরস্কৃত করলেন অসিতবাবু

Published on: January 16, 2026 । 10:32 PM

তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:  নিজের শিকড়কে ভুলে যাননি তিনি। সুদূর অস্ট্রেলিয়া প্রবাসী হয়েও শৈশবের বিদ্যাপীঠের উন্নয়নে বড়সড় নজির গড়লেন ঘাটাল ব্লকের ইড়পালা কৃষ্ণমোহন ইনস্টিটিউশনের প্রাক্তন কৃতী ছাত্র অসিত বরণ রায়। গত বছর তাঁরই প্রদান করা ২০ লক্ষ টাকার স্থায়ী আমানতের সুদের অর্থে শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ২০ জন মেধাবী পড়ুয়ার হাতে চেক ও শংসাপত্র তুলে দেওয়া হল।
ভারতীয় স্টেট ব্যাঙ্কের প্রাক্তন রিজিওনাল ম্যানেজার অসিতবাবু বর্তমানে প্রবাসী। পুত্রের কাছে অস্ট্রেলিয়ায় থিতু হলেও বিদ্যালয়ের প্রতি টান থেকেই সম্প্রতি গ্রামে ফেরেন তিনি। গত বছর তিনি ও তাঁর সহধর্মিনী মিতা রায় মিলে গঠন করেছিলেন ‘ইড়পালা কে.এম ইনস্টিটিউশন স্টুডেন্টস এডুকেশন ট্রাস্ট’। সেই গচ্ছিত অর্থের প্রাপ্ত সুদ থেকে এ দিন ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় গণিত, ভৌতবিজ্ঞান ও রসায়নে সর্বোচ্চ স্থানাধিকারী মোট ২০ জন পড়ুয়াকে মাথাপিছু ৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। ট্রাস্টের শর্তানুসারে, অবশিষ্ট অর্থ ব্যয় করা হয়েছে দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের পাঠ্যপুস্তক বিতরণের কাজে।
শুক্রবার ১৬ জানুয়ারি বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে চেক বিলি ছাড়াও পড়ুয়াদের জন্য পরিস্রুত ও শীতল পানীয় জলের জলাধার উদ্বোধন করেন অসিতবাবু। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কুমার রায়চৌধুরী জানান, প্রাক্তনীদের এই উদ্যোগ বর্তমান পড়ুয়াদের প্রভূত অনুপ্রাণিত করবে। এ দিন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য ডিজিটাল উপস্থিতি ব্যবস্থার শুভ উদ্বোধন, যা সম্পন্ন করেন ঘাটাল মহকুমার এডিআই হিমাদ্রী শেখর ঘোষ।
অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় স্টেট ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর প্রবাল কুমার মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন এডিআই হিমাদ্রীশেখর ঘোষ, ঘাটাল ব্লকের বিডিএমও ত্রিদিব রায়, স্কুল ইন্সপেক্টর বহ্নিশিখা দে, শিক্ষা কর্মাধ্যক্ষ পুতুল চৌধুরী এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক বনমালী মণ্ডল। প্রাক্তন প্রধান শিক্ষক মনোমোহন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এ দিনের অনুষ্ঠানটি ইড়পালাবাসীর কাছে এক স্মরণীয় মুহূর্ত হয়ে রইল।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad