ধর্ম বাঁধা হয়নি, কর্মেই পরিচিত ইসমাইল চিত্রকর

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: মুসলিম ধর্মের মানুষের হাতে তৈরি হচ্ছে হিন্দুদের দেবদেবীর প্রতিমা। হিন্দু দেবদেবীর মূর্তি গড়ে এলাকার জনপ্রিয় নাম ইসমাইল চিত্রকর।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

দাসপুর ১ ব্লকের নাড়াজোল এলাকায় এভাবেই প্রায় ৪৩ থেকে ৪৪ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করে চলেছেন ইসমাইল চিত্রকর। তিনি বলেন, বয়স যখন ১৬ থেকে ১৭ তখন থেকে বাবা হাতে ধরে ঠাকুর তৈরি করা শিখিয়েছেন। সেই থেকেই বিভিন্ন প্রতিমা তৈরি করে আসছি। শুধু আমি নয়,  আমরা পাঁচ পুরুষ ধরে এই কাজেই যুক্ত। ইসমাইল চিত্রকর আরও জানান, নাড়াজোল রাজবাড়ির তাঁরা ছিলেন দেওয়ালে চিত্র আঁকার শিল্পী। নাড়াজোল রাজবাড়িকে কেন্দ্র করে ৩৬ টি বিভিন্ন ধর্মের মানুষ বসবাস শুরু করে। ইসমাইলের পূর্বপুরুষদের নাড়াজোল রাজবাড়ির রাজারাই দেওয়ালের ছবি আঁকার জন্য রাজবাড়ির জায়গায় বসবাসের জন্য বসিয়েছিলেন। আজও তারা রাজবাড়ির জায়গাতেই বসবাস করছেন।

 

পরবর্তীকালে রাজার বিলুপ্তি ঘটে। পেটের দায়ে তারা রামায়ণ, মনসামঙ্গল বিভিন্ন পটচিত্র এঁকে গ্রামগঞ্জে গান করতেন। এলাকায় তাঁরা পটশিল্পী হিসাবে পরিচিত। পাশাপাশি তাদের পরিবার দেবী মূর্তি তৈরিতে হাত লাগায়। তাদের দেবী মূর্তি বিভিন্ন জায়গায় গিয়েছে এমনকি কেউ কেউ রাজ্যের বাইরেও নিয়ে গেছেন। সহযোগী হিসাবে হাতে হাত লাগিয়ে তার দুই মেয়ে ও স্ত্রীও কাজ করেন।ইসমাইলের এই মূর্তি তৈরি ঘিরে দুই ধর্মের মানুষের মেলবন্ধনের এক নজির তৈরি করেছে বলে দাবি এলাকার মানুষের। ইসমাইলের হাতে গড়া লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ও কালী পাশের ব্লক ডেবরা, ঘাটাল, চন্দ্রকোণায় পাড়ি দিয়েছে। সারা বছর এই প্রতিমা তৈরির ফাঁকে নানান পটশিল্প, মাটির তৈরি রকমারি পুতুল বিভিন্ন ধরনের রঙিন ভাঁড় তৈরি করেন ইসমাইল চিত্রকর। ইসমাইলের দাবি প্রতিমা নিয়ে যাওয়ার সময় হিন্দু বাড়ি থেকে নেমন্তন্ন আসে। অনেক বাড়ির পুজোই তিনি গিয়েছেন। এককথায় মুসলিম ইসমাইল চিত্রকরের হাতে তৈরি প্রতিমা পুজো পায় হিন্দুর বাড়িতে।

 

তনুপ ঘোষ: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com