বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরি, প্রকল্পের উদ্বোধন হল কামদেবপুরে

দিব্যেন্দু জানা, স্থানীয় সংবাদ,ঘাটাল: কঠিন বর্জ্য পদার্থ থেকে জৈব সার তৈরি ব্যবস্থাপনার উদ্বোধন হল। গ্রামীণ এলাকার বর্জ্য পদার্থ সংগ্রহকারী বিশেষ গাড়ির উদ্বোধন হল ঘাটালের কামদেবপুরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি উৎপলকুমার ঘোষ, ঘাটালের বিডিও সঞ্জীব দাস, জয়েন্টে বিডিও সুমন্ত পাঁজা, সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিভিন্ন ব্যক্তিত্বরা। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পৌঁছে যাবে এই গাড়ি। পরিবেশ স্বচ্ছ এবং দূষণমুক্ত রাখতে এমন উদ্যোগ বলে জানা যাচ্ছে। পচনশীল, অপচনশীল বর্জ্য পদার্থ সংগ্রহ করে বিশেষ উপায়ে জৈব সার প্রস্তুত করার কাজে লাগানোর লক্ষ্যেই এই ব্যবস্থা। অনুষ্ঠানের শেষে এলাকার স্থানীয় মানুষদের হাতে দু’টি করে বালতি তুলে দেওয়া হয়। যার মধ্যে একটিতে পচনশীল এবং অন্যটিতে অপচনশীল বর্জ্য পদার্থ ফেলত হবে। বর্জ্য পদার্থ সংগ্ৰহ করতে ওই গাড়ি পৌঁছে যাবে পাড়ায় পাড়ায়। সংগ্ৰহ বর্জ্য পদার্থ থেকেই তৈরি করা হবে জৈব সার। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।