রাতের অন্ধকারে অসাধুদের তাক এখন ঘাটালের ঝুমি নদী

মনসারাম কর:  রাতের অন্ধকারে অসাধুদের তাক এখন ঘাটালের ঝুমি নদী। নদীর জলে বিষ ঢেলে চিংড়ি লুফতে ঝুমির দিকেই নজর এখন এক শ্রেণীর অসাধু ব্যক্তিদের। প্রত্যেক বছরই বর্ষার জল কমার সাথে সাথেই চলতে থাকে এই খেলা। বিষের কোপে মারা যায় জলজ নানান প্রাণীরাও। নদীর জলে বিষ ঢালা রীতিমত আইন বিরুদ্ধ বলেই জানিয়েছেন মৎস্য দপ্তর থেকে শুরু করে প্রশাসনিক মহলের সংশ্লিষ্ট বিভাগ। তবে বছরের পর বছর চিংড়ির লোভে এই মারণ খেলা চললেও তাতে কোনও রাস টানতে পারেনি প্রশাসন। এলাকার অনকেই জানেন কে বা কারা এই ধরণের কাজ আগেও করেছে এবং এখনও সমানতালে চালিয়ে যাচ্ছে। প্রশাসন চাইলেই সূত্র মারফত তাদের ধরে নিতে পারে। নদীর জলে বিষ দিয়ে মাছ ধরার ঘটনা এলাকার জনপ্রতিনিধিদেরও জানা থাকলেও এই নিয়ে তারা বরাবরই চুপ। এই অসাধু কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহন করা হবে বলে সংশ্লিষ্ট মহল থেকে জানা গেছে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।