ঘাটালে ১০০ দিনের কাজে কাজ না করেই টাকা হাতানোর অভিযোগ

বুবাই প্রামাণিক: ১০০ দিনের কাজে কাজ না করেই ভুয়ো মাস্টার রোল তৈরি করে টাকা তুলে নেওয়ার

অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের পলাশপাই অঞ্চলের বিরুদ্ধে। পলাশপাই অঞ্চলের জোতকেশব গ্রামের বাসিন্দাদের অভিযোগ এলাকায় প্রায় দু’বছর আগে ১০০ দিনের কাজের পোস্টার লাগানো হলেও তার  কোনও কাজ হয়নি কিন্তু তথ্য জানার অধিকার আইন অনুযায়ী তারা জানতে পারেন এই কাজের বেশ কিছু টাকা ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। এলাকার বিক্ষুব্ধ বাসিন্দাদের আরও অভিযোগ এই কাজের সুপারভাইজার জবকার্ডের মাস্টাররোলে কার্ড হোল্ডারদের স্বাক্ষর ছাড়াই কাজ দেখিয়েছেন। এই নিয়ে জোতকেশব গ্রামের বাসিন্দা অশোক মাইতি বলেন, পুকুর কাটার কাজে সই বিহীন মাস্টাররোল তৈরি করে টাকা আত্মসাৎ করা হয়েছে, অঞ্চল অফিসে ডেপুটেশন দেওয়া হলেও তাতে প্রধান কোনও কর্ণপাত করেননি। জোতকেশব গ্রামের আরও এক বাসিন্দা বলাই বেরা বলেন, দু’বছর আগে ১০০ দিনের বোর্ড লাগানো হলেও কোনো কাজ হয়নি অথচ টাকা তুলে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পলাশপাই পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ মন্ডল বলেন, বিরোধীরা পঞ্চায়েত এবং পঞ্চায়েতের কাজকে অবমাননা ও পঞ্চায়েতকে হেনস্থা করার জন্যই এই ধরনের অভিযোগ করছে, পঞ্চায়েত আইন মেনেই কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও করবে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।