বিদ্যুৎ দপ্তরের তৎপরতায় খুশি উপভোক্তারা

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: এলাকায় দীর্ঘদিন বিদ্যুতের খুঁটি ছিল না, এই খবরটি [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] জানার পরই ২৪ ঘণ্টার মধ্যে খুঁটির ব্যবস্থা করে দিল পশ্চিমবঙ্গে বিদ্যুৎ নিগম। ওই নিগমের ঘাটাল ডিভিশনের নির্দেশে ঘাটাল গ্রাহক পরিষেবা কেন্দ্র ঘাটাল থানার জয়কৃষ্ণপুরে তড়িঘড়ি করে শুক্রবার সন্ধ্যায় খুঁটিটি বসিয়ে দিল। বিদ্যুৎ দপ্তরের এই তৎপরতায় খুশি উপভোক্তারা। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও ডিভিশনাল ম্যানেজার দেবজ্যোতি রাউৎ এবং বিদ্যুৎ দপ্তরের ঘাটাল গ্রাহক পরিষেবা কেন্দ্রের স্টেশন ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শেখ সরিফুল ইসলাম বলেন, ওখানে গাছে টায়ারের মাধ্যমে তার বেঁধে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘটনাটি বিদ্যুৎ দপ্তরে এর আগে কেউ জানাননি। বিদ্যুৎ দপ্তরে জানালে অনেক দিন আগেই সমস্যার সমাধান করে দেওয়া যেত। বিষয়টি এক সাংবাদিকের কাছ থেকে জানার পরই আমরা শুক্রবার সন্ধ্যায় দ্রুততার সঙ্গে বিদ্যুতের খুঁটি বদলে দিয়েছি।
প্রসঙ্গত, ঘাটাল থানার জয়কৃষ্ণপুরে কয়েক বছর আগের ঝড়ে খুঁটি ভেঙে গিয়েছিল। স্থানীয়রাই উদ্যোগ নিয়ে বিদ্যুতের তারকে নারকেল গাছে টায়ার দিয়ে বেঁধে এভাবেই প্রায় ৯০টি পরিবারে বিদ্যুৎ পরিষেবা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল। জয়কৃষ্ণপুরের বাসিন্দার দীর্ঘদিনের সমস্যার কথাটি বৃহস্পতিবার আমাদের স্থানীয় সংবাদে জানালে আমরা বিদ্যুৎ দপ্তরকে ফোনে বিষয়টি জানাই। আমরা জানানোর পরই বিদ্যুৎ দপ্তর সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করে প্রায় ২৪ ঘণ্টার মধ্যে এই নারকেল গাছের কাছে নতুন খুঁটি বসিয়ে বিপজ্জনক পরিস্থিতির অবসান ঘটায়।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad