করোনা: রাজ্য বা দেশের বাইরে থেকে এলে ১৪ দিন হোম কোয়েরান্টাইনে থাকা বাধ্যতামূলক

মনসারাম কর: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে আশঙ্কার মেঘ সর্বত্র। করোনা সংক্রমন রুখতে পশ্চিমবঙ্গ সরকার আগে থেকেই নানান পদক্ষেপ গ্রহন করেছে।  কিন্তু কলকাতায় প্রথম লণ্ডন ফেরত যুবকের করোনা ধরা পড়তেই রাজ্য জুড়ে শুরু হয়েছে করোনা আতঙ্ক। কারণ এই সময়  বহু মানুষ রাজ্য ও দেশের বাইরে থেকে  এরাজ্যে ফিরছেন। এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সাফ ঘোষনা রাজ্য বা দেশের বাইরে থেকে এরাজ্যে ঢুকলে তাকে ১৪ দিন বাড়ির ভেতরেই হোম কোয়েরান্টাইনে থাকতে হবে। সামান্য অসুস্থ বোধ করলেই প্রশাসনকে জানানোর নির্দেশ দিয়েছেন। তথ্য গোপন বা নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা গ্রহন করবে প্রশাসন।  করোনার জন্য ঘাটাল মহকুমার আলাদা কোনও হেল্পলাইন হয়নি। মহকুমাশাসক জানিয়েছেন জেলার হেল্পলাইন ০৩২২২২৭৫৮৯৪ নম্বর অথবা ল্যান্ডলাইন থেকে ১০৭৭ নম্বরে করোনা সংক্রান্ত বিষয় জানানো যাবে। আতঙ্কে নয়, সতর্কে থাকুন।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।