অস্থায়ী কর্মী নিয়োগে দূর্নীতির প্রতিবাদে খড়ার পৌরসভা অফিস ঘেরাও

নিজস্ব সংবাদদাতা: কর্মী নিয়োগে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখে দিনভর খড়ার পৌরসভা অচল রইল আজ অর্থাৎ ১ অক্টোবর । পৌরপিতা উত্তম মুখার্জী সহ কয়েকজন কাউন্সিলর ও কর্মচারীদেরও ভেতরেই আটকে রাখা হয় বিকাল পর্যন্ত। অভিযোগ, পৌরসভার বিভিন্ন অস্থায়ী পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপোষণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের পক্ষ থেকে পৌরসভার সাফাই কর্মী নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম এবং স্বজনপোষণের অভিযোগ তোলা হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই ছিলেন স্থানীয় মহিলা। অপরদিকে খরার পৌরসভার পৌর পিতা উত্তম মুখার্জি বলেন, বিক্ষোভকারীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, সরকারি নির্দেশিকা মেনেই সমস্ত নিয়োগ করা হয়েছে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।