খড়ার যুব তৃণমূলের পক্ষ থেকে শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন

নিজস্ব সংবাদদাতা: চিনের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২০ জন ভারতীয় সেনা। গত ৫৮ বছরে চিনের সঙ্গে ভারতের এই ধরনের ভয়াবহ সংঘর্ষ হয়নি। দু-পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব লাদাখের গালওয়ান ঘাঁটি।  লাদাখের গালওয়ান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনার সঙ্গে মুখোমুখি শহিদ হওয়ার ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধাবনত হয়েছে খড়ার পৌর যুব তৃণমূলও।   আজ ১ জুলাই সন্ধ্যায় বিনম্র চিত্তে  শহরের তৃণমূল নেতা তথা খড়ার পুরসভার চেয়ারপার্সন ড. উত্তম মুখোপাধ্যায়, খড়ার পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য অরূপ রায় সহ অন্যান তৃণমূল নেতা ও কর্মীরা শহিদদের শ্রদ্ধা জানান। শহিদের শ্রদ্ধা জানানোর জন্য খড়ার ২৪ প্রহরতলায় একটি অস্থায়ী শহিদবেদী তৈরি করা হয়েছিল। তার পাশেই টাঙানো ছিল নিহত সেনাদের ছবি। সেখানেই মোমবাতি জ্বালিয়ে যুব তৃণমূলের পক্ষ থেকে নিহত সেনাদের শ্রদ্ধা জানানো হয় বলে যুব তৃণমূলের পক্ষ থেকে জানানো  হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad