খড়ার পৌরসভায় ত্রিপল ও ত্রাণের দাবিতে বিক্ষোভ বন্যা দুর্গতদের

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ ঘাটাল:: খড়ার পুরসভা এলাকায় বন্যা কবলিত মানুষেরা ত্রাণ ও ত্রিপলের দাবি তুলে বিক্ষোভ দেখালেন। ঝুমি নদীর জলে খড়ার পুরসভা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। নদীর জল কমলেও মানুষের খাদ্যের অভাব দেখা দিয়েছে। প্রশাসনের কাছে ত্রাণের দাবি তুলে খড়ার পৌরসভার কার্যালয়ে আজ ৩ আগস্ট বিক্ষোভে সামিল হন বহু মানুষ। খড়ার পৌরসভার ২,৭,৮,৯,৪,৫, ও ৬ নং ওয়ার্ডের বেশ কিছু অংশ এখনও আংশিক জলমগ্ন হয়ে আছে। বহু মাটির বাড়ি ভেঙে গৃহহীন হয়েছেন শতাধিক মানুষ। ওই সমস্ত গৃহহীন মানুষদের বেশ কিছু পরিবারকে ২ আগস্ট প্রশাসনের পক্ষ থেকে মাথা গোঁজার ঠাঁই হিসেবে ত্রিপল ও ত্রাণ বিতরণ করা হয়। আজ সে খবর জানাজানি হতেই খড়ার পৌরসভার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান সাধারণ মানুষেরা। তাঁদের অভিযোগ, বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ থেকে বঞ্চিত করা হয়েছে। যাঁদের বিশেষ কোনও ক্ষতি হয়নি তাঁরাই ত্রাণ পেয়েছেন। অথচ গৃহহীন মানুষেরা শেষ সম্বল হারিয়েও কোনও সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এ বিষয়ে খড়ার পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন অমিতাভ মাইতি, ওদের যদি সত্যিই ত্রিপলের প্রয়োজন হয় অবশ্যই দেওয়া হবে।
যদিও পরে খড়ার ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানা গিয়েছে।

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।