এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বেহাল রাস্তায় পণ্যবাহী লরি আটকে যানজটের সৃষ্টি

Published on: June 27, 2021 । 11:15 AM

তনুপ ঘোষ👆স্থানীয় সংবাদ•ঘাটাল: ক্ষীরপাই থেকে রামজীবনপুর রাজ্য সড়কের বেহাল অবস্থা। বেহাল রাজ্য সড়কের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ইতিমধ্যেই এই বেহাল রাজ্য সড়ক নিয়ে আমরা খবর করেছি। ২৬ জুন শনিবার রাত থেকে একটি পণ্যবাহী লরি চন্দ্রকোণার হেমতপুরে গর্তে পড়ে ফেঁসে যায়।  যার ফলে গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল রাত থেকেই এখন পর্যন্ত এই যানজট লেগে রয়েছে। এখনও আটকে পড়া লরিটিকে সরানো যায়নি বলে জানা গেছে। পূর্ত দপ্তর সূত্রে জানানো হয়েছে, সংস্কারের ব্যবস্থা করা হবে খুব শীঘ্রই। 

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]