শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত দাসপুরের বড় শিমুলিয়ায় তাঁর জন্মদিন পালিত হল

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বসু। খুব অল্প বয়সেই তিনি শহীদ হয়েছিলেন। সেই বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ৩ ডিসেম্বর জন্মদিন। অনেক জায়গাতেই এই দিনটি বিশেষভাবে পালন করা হয়েছে। কিন্তু আমাদের ঘাটাল মহকুমার দাসপুরের বড় শিমুলিয়া ক্ষুদিরাম বসুর একটি বিশেষ কর্মকাণ্ডের জন্য বিখ্যাত। তাঁর স্মৃতি বিজড়িত ওই স্থানটিতে ক্ষুদিরামের একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। শুক্রবার সেই স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পতাকা উত্তোলন করা হয় এবং ছোট একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয় বলে জানা গিয়েছে।

বিশিষ্ট সাহিত্যিক ও নন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক উমাশঙ্কর নিয়োগী এ সম্পর্কে জানিয়েছেন, ক্ষুদিরাম বসুর বাল্যকালের বেশ কিছু বছর কেটেছিল দাসপুরের হাটগেছিয়ায় তাঁর দিদির বাড়িতে। বড় শিমুলিয়ায় ১৯০৮ সালে ব্রিটিশদের ডাক লুণ্ঠন করেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। তৎকালীন সময়ে ব্রিটিশদের গোপন বার্তা ডাক মারফৎ পায়ে হেঁটে নিয়ে যাওয়া হতো। স্বাধীনতা সংগ্রামের জন্য তৎকালীন সময়ে ক্ষুদিরাম বসু বিভিন্ন ধরনের সমিতি গঠন করেছিলেন। সেই সমিতি চালানোর জন্য টাকার প্রয়োজন ছিল। তিনি জানতেন ব্রিটিশদের ডাকের সঙ্গে নগদ টাকাও নিয়ে যাওয়া হয়। একবার ব্রিটিশদের একটি ডাক দাসপুর থেকে সোনাখালি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ক্ষুদিরাম বসু বড় শিমুলিয়ায় একটি দিঘির পাশের বটগাছে লুকিয়ে ছিলেন ডাক লুন্ঠনের জন্য। টাকা সহ ডাক লুন্ঠন করেন এবং এক বন্ধুকে টাকা দিয়ে দেন। পরে সেই বন্ধু টাকা নিয়ে মেদিনীপুরে চলে যান। পরে ক্ষুদিরাম বসুও গোপীগঞ্জ থেকে লঞ্চে করে প্রথমে কোলাঘাট এবং সেখান থেকে ট্রেনে করে মেদিনীপুরে চলে গিয়েছিলেন। বেশ কিছু বছর তিনি আর ওই জায়গায় ফিরে আসেননি। সেই থেকেই ওই জায়গাটি বিপ্লবী ক্ষুদিরাম বসুর ডাক লুন্ঠনের জায়গা নামে বিখ্যাত।

 

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।