কৃষিকাজের নিরিখে মহাকুমার পাঁচটি ব্লকের কৃষকদের কৃষকরত্ন পুরস্কার দেওয়া হল

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: কৃষিকাজের নিরিখে ঘাটাল মহকুমার পাঁচটি ব্লক [মন্দিরা মাজির ফেসবুক👉 https://www.facebook.com/mandira.maji.7140] থেকে একজন করে কৃষককে কৃষকরত্ন পুরস্কারে পুরস্কৃত করা হল। যার মধ্যে দাসপুর-২ ব্লকের সীতাপুরের কৃষক অমিয়কুমার মাইতিকে মুখ্যমন্ত্রী নিজে হাতে সেই পুরস্কার তুলে দিয়েছেন। আজ ১৭ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর শহরে একটি প্রশাসনিক বৈঠকে এসেছিলেন। সেখানেই তিনি ওই কৃষকের হাতে পুরস্কারটি তুলে দেন বলে জানান ওই ব্লকের সহকারী কৃষি অধিকর্তা ইন্দ্রনীল সামুই। শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুর জেলার ২১ টি ব্লকের মধ্যে পাঁচটি ব্লকের কৃষককে মুখ্যমন্ত্রী নিজে হাতে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]পুরস্কার তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে। বাকি ব্লকের কৃষকদের ব্লক হেড কোয়ার্টার থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হয়।
দাসপুর-১ ব্লক থেকে সেই পুরস্কার পেয়েছেন দাসপুরের বাসিন্দা গোবিন্দচন্দ্র জানা। ঘাটাল ব্লক থেকে কৃষকরত্ন পুরস্কার পেয়েছেন খাসবাড়ের বাসিন্দা গোপালচন্দ্র মান্না। চন্দ্রকোণা-১ ব্লক ও চন্দ্রকোণা-২ ব্লক থেকে যথাক্রমে সাধন বিশ্বাস ও ফরিয়াদ খান ওই কৃষকরত্ন পুরস্কার পেয়েছেন। সাধনবাবুর বাড়ি মৌলা পরমানন্দপুরের এবং ফরিয়াদবাবুর বাড়ি কোটা গ্ৰামে।
ঘাটাল মহকুমা সহকৃষি অধিকর্তা (প্রশাসন) শ্যামাপদ সাঁতরা বলেন, দাসপুর-১ ব্লকের পঞ্চায়েত সমিতির মিটিং হলে একটি অনুষ্ঠান হয়, সেখানে আমি নিজে উপস্থিত থেকে গোবিন্দবাবুর হাতে কৃষকরত্ন পুরস্কারটি তুলে দিয়েছি। বাকি ব্লগগুলোতেও একইভাবে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে ১০ হাজার টাকার একটি চেক ও মুখ্যমন্ত্রীর সই করা একটি শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। শ্যামাপদবাবু আরও জানান, মহাকুমার পাঁচটি ব্লকের যে সমস্ত কৃষকদের পুরস্কৃত করা হয়েছে তাঁরা প্রত্যেকে চাষবাস তো করেনই। সেই সঙ্গে কেউ মাছ চাষ করেন এবং আরও অন্যান্য ধরনের চাষ করে থাকেন। ওইসব কৃষকদের সারা বছরের কাজের ওপর নির্ভর করে এই পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য, ২০১২ সালের ১৪ মার্চ থেকে এই পুরস্কার দেওয়া হয়ে আসছে। নন্দীগ্রাম সিঙ্গুরের কৃষক হত্যার পর থেকেই তাঁদের স্মরণে এই দিনটিতে মুখ্যমন্ত্রীর প্রয়াসে কৃষকরত্ন পুরস্কার চালু করা হয়। গত দু’বছর কোভিডের জন্য বন্ধ ছিল এই পুরস্কার। এ বছর ফের সেই পুরস্কার দেওয়া হল।

মন্দিরা মাজি: •‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015