ঘাটালে ক্ষুদিরামের ১১২তম শহিদ দিবস উদযাপন করা হল

নিজস্ব সংবাদদাতা: আজ ১১আগস্ট  অগ্নিযুগের অগ্নিশিশু ক্ষুদিরামের ১১২তম শহিদ দিবস উদযাপন করল ঘাটাল মহকুমা শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটি। ঘাটাল কলেজ মোড়ে ঘাটাল শহরে কমিটির উদ্যোগে প্রতিষ্ঠিত ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মাল‍্যদান, গান, আবৃত্তি ও আলোচনা সহযোগে একটি অনুষ্ঠান হয়। শহরের বিশিষ্ট ব‍্যক্তিবর্গ,ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। বক্তব‍্য রাখেন  ময়না কলেজের অবসরপ্রাপ্ত অধ‍্যক্ষ প্রশান্ত সামন্ত, ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলালচন্দ্র কর, রানিচক দেশপ্রাণ হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।  বক্তাগণ সকলেই বর্তমান সংকটজনক পরিস্থিতিতে ক্ষুদিরাম চর্চার প্রাসঙ্গিকতা নিয়ে বলেন। সভায় সভাপতিত্ব করেন ঘাটাল কলেজের  অবসরপ্রাপ্ত অধ্যাপক জীবানন্দ ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির যুগ্ম সম্পাদক  দেবাশিস মাইতি।

তৃপ্তি পাল কর্মকার: আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: ghatal1947@gmail.com •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad