ঘাটালে খুনের রহস্য: স্ত্রীকে অন্যের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখেই স্বামী রাগ সামলাতে পারেনি

মনসারাম কর: লক্ষ্মণপুরের গৃহবধূর খুনের পেছনে রয়েছে অন্য কারণ। প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়েই রাগ সামলাতে পারেনি স্বামী। সেজন্যই ঘটনাস্থলেই স্ত্রীকে খুন করেছে। ঘাটাল থানার লক্ষণপুরের বাইতচকের মাঠ থেকে ১ অক্টোবর সকালে প্রতিমা মল্লিক নামে এক গৃহবধূর দেহ উদ্ধার হয়। তাঁর শ্বশুর বাড়ি চন্দ্রকোণা থানার ভোবলাতে । দেহ দেখেই পুলিশ সুনিশ্চিত হয় প্রতিমাকে খুন করা হয়েছিল। সেই খুনের তদন্তে নেমে পুলিশ এমনই তথ্য পেয়েছে। খুনের তদন্ত করতে গিয়ে পুলিশ জাল ফেলেছে অনেকটাই। সেই জালেই এমন সব তথ্য উঠে এসেছে। পুলিশের তদন্ত যে সঠিক পথেই এগোচ্ছে সেটা তার সাপেক্ষে অনেক প্রমাণও পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকেই মিলেছে খুন হওয়া গৃহবধূর প্রেমিকের মোবাইলও।
পুলিশ জানতে পেরেছে, মৃত প্রতিমা মল্লিক অনেকদিন থেকেই বিবাহ বর্হিভুত সম্পর্কে যুক্ত ছিলেন, এই নিয়ে প্রায়সই পারিবারিক অশান্তি লেগেই থাকত তাদের। খুনের আগে প্রেমিকের সাথে ফোনালাপের নানান কথা আড়াল থেকে শুনেছিল স্বামী নেপাল মল্লিক। প্রেমিকের আসা-যাওয়ার গতিবিধি নজরে রেখেছিল নেপাল। ঘটনার দিন রাতে প্রতিমা বাপের বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে একান্তে মিলিত হওয়ার জন্য গিয়েছিল। স্বামীও তক্কে তক্কে ছিল। স্বামী চুপি সারে গিয়ে স্ত্রীকে পরপরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে আর নিজেকে ঠিক রাখতে পারেনি। তারপরই রাগের মাথায় শ্বাসরোধ করে খুন করে দেয়। পুলিশ জানায়, খুনের আগে প্রেমিকের সামনেই স্মামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। স্ত্রী প্রতীমা মল্লিককে মারধরও করা হয়। সেই সময় প্রেমিক তার মোবাইল ফোনটি ফেলে পালিয়ে যায়। কথা কাটাকাটির সময় স্ত্রী তার প্রেমীকের হয়েই কথা বলাতে রেগে গিয়ে স্ত্রী প্রতিমা মল্লিককে শ্বাসরোধ করে খুন করে মেরে ফেলে স্বামী। রাতের অন্ধকারে সেই মৃতদেহ অন্যত্র সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
১ অক্টোবর সকালে ওই মাঠে একটি মিনির সামনে পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে ছুটে যান ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক সহ পুলিশ বাহিনী। গ্রেফতার করা হয় মহিলার স্বামী নেপাল মল্লিককে। আটক করা হয় প্রতিমার স্বামী নেপালকে। আজ ২ অক্টোবার তাকে ঘাটাল আদালতে তোলা হলে আদালত তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। •এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।