ঘাটাল মহকুমায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের সংখ্যা দেড় লক্ষ ছাপিয়ে গেল

সুইটি রায়: ঘাটাল মহকুমায় দেড় লক্ষ ছাপিয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন। গত ১৬ আগষ্ট শুরু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। আজ ৩১ আগষ্ট দুপুর ১২ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ঘাটাল মহকুমা জুড়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য মোট ১ লক্ষ ৫২ হাজার ৩৪৫ জন তাদের নাম নথিভুক্ত করিয়েছেন । তার মধ্যে এগিয়ে দাসপুর-২ ব্লক। ঘাটাল মহকুমায় মোট ৫ টি ব্লক ও ৫ টি পুরসভা রয়েছে। তার মধ্যে দাসপুর-২ ব্লকে নাম নথিভুক্ত করেছেন ৩৩ হাজার ৭৭৫ জন, ঘাটাল ব্লকে নাম নথিভুক্ত হয়েছে ২৮ হাজার ৮০৩ জন, দাসপুর-১ ব্লকে ২৬ হাজার ৯৮০ জন, চন্দ্রকোনা ১ ব্লকে ২২ হাজার ২৮৫ জন, চন্দ্রকোনা ২ ব্লকে ১৭ হাজার ২৮৩ জন, ঘাটাল পুরসভা এলাকায় ১০ হাজার ২১ জন, চন্দ্রকোনা পুরসভায় ৪ হাজার ১৪৯ জন, রামজীবনপুর পুরসভায় ৩ হাজার ৬২৪ জন, খড়ার পুরসভায় ২ হাজার ৮৩৩ জন, ক্ষীরপাই পুরসভাতে ২ হাজার ৫৯২ জন।

সুইটি রায়: 'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: ss.ghatal@gmail.com