নিজস্ব সংবাদদাতা:প্রত্যন্ত গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে বিচার ব্যবস্থাকে সহজলভ্য করে তোলার লক্ষে এবং বিদ্যালয়ের ছাত্রীদের বর্তমান সময়ে নিজেকে সুরক্ষিত রাখার বিষয়ে অবগত করতে আজ বুধবার বীরসিংহ বালিকা বিদ্যালয়ে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব দিব্যেন্দু নাথ, মেদিনীপুর আদালতের বিচারক গৌরব ঘোষ, বিচারক মণিকুন্তলা রায়, বিচারক সনিকা সাউ, ঘাটাল মহকুমা আদালতের বিচারক উসনিস দত্ত, বিচারক সনিকা চ্যাটার্জি, বিচারক অমিত সরকার, এস,ডি,পি,ও অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল থানার ও,সি দেবাংশু ভৌমিক, আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা, সুব্রত অধিকারী প্রমুখ। সভায় বিনা মূল্যে আইনি পরিষেবা, বিকল্প সমাধানের সুযোগ, বিভিন্ন ধরনের ঘটনায় ক্ষতিপূরণের সুযোগ সহ বিভিন্ন সরকারি স্কিমের সুযোগ প্রাপ্তির ক্ষেত্রে কর্তৃপক্ষের সহযোগিতার কথা উল্লেখ করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে বিচারকদের সকলকে বিদ্যাসাগর স্ট্যাচু উপহার দেওয়া হয়। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
এই মুহূর্তে
টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় আহত টোটো চালক সহ ২
নিজস্ব প্রতিনিধি, 'স্থানীয় সংবাদ', ঘাটাল: বরদা-মাংরুল রাজ্য সড়কে টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কা, আহত দুজন।
আজ রবিবার সকালে পথ খড়ারের গোবিন্দপুর একঢেলের মোড় সংলগ্ন এলাকায় পথ...