লকডাউনের মাঝেও ঘাটালের রাস্তায় যানজট, নাজেহাল মানুষ

  1. আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ১ মে থেকে কার্যত লকডাউন শুরু হয়। সবক্ষেত্রে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করে দিয়েছেন রাজ্য সরকার। কিন্তু এই লকডাউনের মাঝেও সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল ঘাটালের রাস্তায়। রাজ্যের পাশাপাশি ঘাটাল মহকুমাতেও করোনা সংক্রমণ কিছুটা কমতেই ঘাটালের রাস্তায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল আজ ৩ জুন বৃহস্পতিবার। সকাল থেকেই ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে শয়ে শয়ে গাড়ি এবং মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। লকডাউনের ঠিক যেন উল্টো ছবি দেখা গেল আজ। যানজট নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদের। রাস্তায় টোটো,মোটরবাইক ও লরি ইত্যাদির পাশাপাশি বাজারেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন কেনাকাটার জন্য। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের এই ছবি দেখে মনে হচ্ছে না লকডাউন আদৌ চলছে বলে। যদিও বা সরকার বর্তমানে দোকান,বাজার খোলা রাখার সময় বাড়িয়ে তিনটে পর্যন্ত করেছেন। কিন্তু তাও মানুষ এইরকম ভিড় হয়তো প্রত্যাশা করেননি। প্রথম দিকে মানুষ করোনা সংক্রমণ নিয়ে সচেতন হলেও যত দিন যাচ্ছে অসচেতনতার ছবি যেন স্পষ্ট ঘাটাল মহকুমাবাসীর কাছে। ঘাটালের রাস্তার এই ভিড় দেখে বোঝা মুশকিল লকডাউন কতটা কার্যকরী হয়েছে।
মন্দিরা মাজি: •‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015