গ্রামীণ রাস্তায় ওভালোডেড গাড়ি উল্টে গিয়ে বিপত্তি

অমিত বাগ, অতিথি সাংবাদিক, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার সাহাচক তিন মাথার মোড়ে এই দশচাকার মাল বোঝাই গাড়িটি এভাবেই উল্টে গেল। রাত ১২টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। কারণ, প্রশাসনের নির্দেশই ছিল গ্রামীণ রাস্তায় কোনও ওভারলোডেড গাড়ি ঢুকবে না। কিন্তু কে মানে কার নির্দেশ? প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করেই ঘাটাল মহকুমার প্রত্যকেটি রাস্তায় এই ধরনের ওভারলোডেড গাড়ি ঢুকে রাস্তার অবস্থা বেহাল করে দিচ্ছে। দিনের বেলায় স্থানীয়রা আপত্তি করলে রাতের অন্ধকারে গাড়ি ঢুকছে। আর এই টানা বর্ষার সময় এই ধরনের গাড়ি ঢুকলে তো রাস্তা খারাপ হবেই। দাসপুর-২ বিডিও অনির্বাণ সাহু জানিয়েছে, এই ধরনের ওভারলোডেড গাড়ি গ্রামীণ রাস্তার ঢোকার কথা ছিল না। চালকরা নিয়ম ভেঙেই এলাকায় ঢুকেছে।

অতিথি সাংবাদিক: আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:ghatal1947@gmail.com