ঘাটালে লটারির নাম্বার জালিয়াতি করে টাকা তুলতে গিয়ে ধরা পড়লো এক ব্যক্তি, তুলে দেওয়া হল পুলিশের হাতে

আকাশ দোলই, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: লটারির টিকিটে(Lottery ticket) নাম্বার কারচুপি করে টাকা তুলতে গিয়ে [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ধরা পড়ল এই ব্যক্তি। ঘাটাল কলেজ মোড়ে(Ghatal college more) আজ শনিবার রাতে এই ঘটনাকে ঘিরে রীতিমতো ভিড় জমে যায়। পদ্মলোচন মাইতি নামে ওই ব্যক্তি একটি লটারি টিকিট নিয়ে উইনিং এর টাকার দাবি করে। টিকিট দেখেই সন্দেহ হয় টিকিট ব্যবসায়ীর। টিকিট ব্যবসায়ী ভাল করে চেক করে দেখেন টিকিটের একটি নাম্বার কারচুপি করে সে টাকা তুলতে এসেছে। সাথে সাথেই আটকে রাখা হয় ওই ব্যক্তিকে খবর দেওয়া হয় ঘাটাল থানায়(Ghatal Police Station), ঘাটাল থানার পুলিশ এসে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তি পদ্মলোচন মাইতির দাবি সে কোনদিনই টিকিট কাটেনি তাকে সনাতন গুছাইত নামে অপর এক ব্যক্তি টাকা আনতে পাঠিয়েছিলেন। পুরো বিষয়টি খুঁটিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ।

 

নিউজ ডেস্ক: ‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।