ডিজের তালে তাল মিলিয়ে ভক্তদের মাঝে তারা মা,শিল্পীর অবিকল সাজ

শেষ রাতে ডিজের তালে অবিকল তারা মা এর সাজ, ভক্ত দের সাথে নাচ, আর তা দেখতে উৎসাহী জনগনের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুখে রব জয় মা তারা।
একের পর এক চমক দিয়ে ২৩ নভেম্বর রাতে শেষ হল ৫১ তম বর্ষে দাসপুর রাজনগরের রাস উৎসব ২০১৯। আর এই রাস উৎসবেরই জীবন্ত বারোয়ারী মঞ্চে সপ্তাহ ধরে নানা সাজে সেজে রাজনগরের রাস উৎসব মাতালেন বহুরূপী শিল্পী এস কুমার। কখনো কৃষ্ণ কালী,কখনো বিদ্যাসাগর,গান্ধীজি আবার কোনোদিন অবিকল বাসুদেবের সাজে সেজে রাস উৎসবে আগত মানুষের মনোরঞ্জন করেছেন

রাস মেলা প্রাঙ্গনের এই বারোয়ারীর কাছেই উৎসুক জনতার ভিড়টাই বেশি ছিল। আর শনিবার রাস উৎসবের শেষদিনে শিল্পী সেজেছিলেন তারা মা এর সাজে। উৎসব কমিটির উদ্যোগে শেষ দিনে খাওয়া দাওয়া ছাড়াও একাধিক অনুষ্ঠানের জমাটি আয়োজন ছিল।

আগত দর্শনার্থীদের অনেকেই জীবন্ত তারা মায়ের সামনেই নাচতে শুরু করলে তারা মায়ের সাজে শিল্পী এস কুমার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ভক্তদের মাঝে ডিজের তালে তিনিও কোমর দোলালেন।

সৌমেন মিশ্র: পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭